ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিমি যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০১ মে ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান উল্টে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১ মে) রাত আড়াইটায় উপজেলার নূরীতলা এলাকায় সড়কে কাভার্ডভ্যান উল্টে এ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় ঢাকামুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে সৈয়দপুর থেকে গোমতা পর্যন্ত ২৫ কিমি এলাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি সড়কের একপাশে সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টা থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

হারেছ নামে স্থানীয় একজন জানান, সকাল ৭টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গাড়িতে উঠি চান্দিনা যাওয়ার জন্য। যানজটের কারণে চান্দিনা পর্যন্ত যেতে আমার সময় লেগেছে আড়াই ঘণ্টা। অথচ এটি মাত্র ২০-৩০ মিনিটের পথ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিমি যানজট

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জাগো নিউজকে বলেন, রাত আড়াইটার দিকে মালবাহি একটি কাভার্ডভ্যান সড়কে উল্টে যায়। যার ওজন ছিল প্রায় ২১ টন। গাড়িটি সরাতে কিছুটা সময় লেগেছে। পরে ক্রেন এনে সকাল সাড়ে ৮টায় গাড়িটি সড়কের একপাশে সরিয়ে নেওয়া নেয়া হলে সিঙ্গেল লাইনে যান চলাচল শুরু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, চান্দিনায় এলাকার প্রভাব আমাদের অংশেও পড়েছে। নিমসার পর্যন্ত চলে এসেছে যানজট। যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।