পিরোজপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া খাল থেকে মুজিবুল হক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার জানান, মুজিবুল হক রোববার বিকালে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও না ফিরলে তার পরিবারের সদস্যরা খোঁজাঁখুজি করতে থাকেন। সোমবার সকালে মাছুয়া খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
হাসান মামুন/এসএস/আরআইপি