শেরপুরে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০১ মে ২০২৫
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাতে গোলাম মোস্তফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গোলাম মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা ও আফিজুল হক নামের দুই কৃষক ক্ষেতে ধান কাটতে যান। দুপুরে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। তবে আফিজুল হক আশঙ্কা মুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।