চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান-আমের ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০২ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টিতে ২৪৮ হেক্টর জমির ধান ও আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১৭৫ হেক্টর জমির ধান ৭৩ হেক্টর জমির আমের ক্ষতি হয়েছে।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জাগো নিউজকে এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (১ মে) বিকেলে গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে এসব ক্ষয়ক্ষতি হয়।

ড. মো. ইয়াছিন আলী বলেন, সদরে ৪৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার ও গোমস্তাপুরে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে নাচোল ও গোমস্তাপুর উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে জেলার ১৭৫ হেক্টর ধানের, ৭৩ হেক্টর আমের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কিছু সবজির আবাদের জমি নষ্ট হয়েছে। প্রাথমিক একটি রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শিলাবৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ শতকরা ১০ শতাংশ বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

ধান ও আম নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। গোমস্তাপুর উপজেলার ধান চাষি রফিকুল ইসলাম বলেন, চলতি বছরে ৫ বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। কিন্তু ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে অর্ধেক ধান মাটিতে ঝড়ে পড়েছে। এমনকি ধানের সবগুলো গাছ মাটিতে নুয়ে পড়েছে।

নাচোল উপজেলার আম চাষি বাতেন আলি বলেন, আমার বাগানে ৩০ শতাংশ আম নষ্ট হবে এমন আশঙ্কা করছি। আর কালকে শত শত মণ আম পড়ে গেছে। তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

সোহান মাহমুদ/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।