শ্রীমন্তকাঠিতে বিজেপি নেতৃবৃন্দের মন্দির উদ্বোধন


প্রকাশিত: ১১:২৪ এএম, ৩০ মে ২০১৬

ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠিতে গুরুচাঁদ ঠাকুরের মন্দির উদ্বোধন করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১২টায় এ মন্দির এবং ড.বি.আর আম্বেদকর ভবনের ভিত্তি ফলক উদ্বোধন করেন বিজেপির জাতীয় সম্পাদক শ্রী সুরেশ পূজারী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এশিয়ান দলিত সংসদীয় ফোরাম এর চেয়ারম্যান শ্রী রাম দাস আতাউল। বিশেষ অতিথি ছিলেন বিজেপির জাতীয় নেতা শ্রী অরুন হালদার, সুকির্তি রঞ্জন বিশ্বাস ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বরিশালের সভাপতি সুমন হালদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক হরেন্দ্রনাথ বিশ্বাস।

এরআগে সকাল ১০টায় ঝালকাঠি জেলে পাড়া এলাকার শ্রী শ্রী হরিচাঁদ মন্দির ও সেকশন কালিবাড়ি মন্দির পরিদর্শন করেন তারা। প্রতিনিধি দলটি স্থানীয় সংখ্যলঘূ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।
   
আতিকুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।