বিধিবহির্ভূত নিয়োগ

শায়েস্তাগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৫ মে ২০২৫
অধ্যক্ষ মো. শাহাব উদ্দিন

বিধিবহির্ভূত নিয়োগ ও বিভিন্ন অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ মে) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি নাঈমা খন্দকার সই করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল অধ্যক্ষ মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে আনা বিধিবহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগটি তদন্ত করেন। তদন্তে তিনি প্রাথমিক সত্যতা পান। পরে তিনি অধ্যক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ জীবন ধারণ ভাতা পাবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

এদিকে আরেক অফিস আদেশে শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনয়িম আল হুসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।