কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রক্সি, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৫ মে ২০২৫

কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামে এক যুবক আটক হয়েছেন। রোববার (০৪ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক বিক্রম নওগাঁ জেলার কামারধা গ্রামের বিশ্বনাথ মণ্ডলের ছেলে। রাশেদুল ইসলাম নামে এক চাকরি প্রত্যাসীর বদলি পরীক্ষা দিতে আসেন তিনি। ওই চাকরিপ্রার্থীর রোল নম্বর- ১৭১০১৯৬।

জানা গেছে, পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় বিক্রম মণ্ডলকে তল্লাশি করা হয়। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান আদালত পরিচালনা করেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এর ধারাবাহিকতায় রোববার লিখিত পরীক্ষায় একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।