উঠেছিলেন তাহাজ্জুতের নামাজ পড়তে, প্রাণ গেলো চোরের ছুরিকাঘাতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৭ মে ২০২৫
ঘরের ভেন্টিলেটরের পাখা ভেঙে ভেতরে ঢোকে চোরের দল/ছবি-সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে চোরের ছুরিকাঘাতে তাহেরা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। পুলিশ ও স্বজনদের ধারণা, চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করা হয়।

বুধবার (৭ মে) ভোরের দিকে খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম ওই এলাকার মৃত আবদুল মতিনের স্ত্রী।

নিহতের ছেলে তারেক বলেন, ঘরে আমরা মা-ছেলে বসবাস করি। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজন এসে মাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী স্বজনরা জানান, রাতে ঘরের ভেন্টিলেটরের পাখা ভেঙে ভেতরে ঢোকে চোরের দল। ভোর পৌনে ৪টার দিকে তাহেরা বেগম তাহাজ্জুতের নামাজের প্রস্তুতির সময় চোরদের দেখে চিনে ফেলায় তার পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তবে ঘরের কোনো মালামাল খোয়া যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।