ঝালকাঠি বিআরটিএ অফিস

লাইসেন্স প্রদানে অসঙ্গতি পেলো দুদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৭ মে ২০২৫

গ্রাহক হয়রানি, দালালের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ঝালকাঠি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে বিআরটিএ অফিসে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করে। এতে লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত হয়।

দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, অভিযান চালিয়ে বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন। এগুলো সংশোধন হবে বলে অঙ্গীকার করেছে বিআরটিএ।

আতিকুর রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।