সাতক্ষীরা

হত্যা মামলায় দৈনিক সাতনদী’র সম্পাদক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৮ মে ২০২৫

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, হাবিবুর রহমান এর আগে এক মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট দেবহাটার খলিশাখালী এলাকায় ১৩২৮ বিঘার একটি মহিষের ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই এলাকায় তল্লাশি চালায়। অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। অভিযানে ১৫টি হাতবোমা, ৫টি দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় ছয়জনকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত

কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্থানীয় জমির মালিকদের পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।

আইনজীবী আরও জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হত্যার মাধ্যমে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি, যেন অভিযুক্তকে জেলহাজতে রাখা হয়।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।