নির্বাচনে হেরে আত্মহত্যা করলেন ডাকাত


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ৩১ মে ২০১৬

নাটোরের সিংড়া থানার একাধিক ডাকাতি ও পুলিশ হত্যা মামলার আসামি মুকুল হোসেন (৩৬) নির্বাচনে হেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে নিজ ঘরে রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে দুপুর আড়াইটার দিকে সিংড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মুকুল হোসেন উপজেলার বড় চৌগ্রাম মাঝিপাড়া এলাকার আজাহার আলীর ছেলে।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন হত্যা মামলার আসামি কুখ্যাত ডাকাত মুকুল হোসেন চৌগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়ে নিজের জীবনের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু শনিবারের নির্বাচনে হেরে লজ্জায় আত্মহত্যা করেন তিনি।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।