স্বেচ্ছাসেবকলীগ নেতাকে জিয়া মঞ্চের নেতা ঘোষণা, অবশেষে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১০ মে ২০২৫

ফরিদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান কদরকে ‘জিয়া মঞ্চ’ ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে কেন্দ্রীয় কমিটি তাকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে কমিটির চিঠি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ২১ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন কমিটিতে স্বাক্ষর করেন। চিঠিতে ফরিদপুর জেলার জিয়া মঞ্চের সভাপতি করা হয়েছে আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম আলীকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালের ৫ ডিসেম্বর আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়। পরে কমিটিতে রেজুলেশনের মাধ্যমে কামরুজ্জামান কদর, হারিচুর রহমান সোহানকে সহসভাপতি ঘোষণা করা হয়। বর্তমানে ওই কমিটির সহসভাপতি হারিচুর রহমান সোহান কারাগারে রয়েছেন।

আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, ২০২১ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। পরে রেজুলেশনের মাধ্যমে কামরুজ্জামান কদরকে উপজেলা কমিটির সহসভাপতি করা হয়। তিনি পদত্যাগও করেননি। সে হিসেবে তিনি এখনও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

স্বেচ্ছাসেবকলীগ নেতাকে জিয়া মঞ্চের নেতা ঘোষণা, অবশেষে বহিষ্কার

এ ব্যাপারে জানতে চাইলে কামরুজ্জামান কদর বলেন, আমি স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ছিলাম না। স্বেচ্ছাসেবক লীগের কমিটির নেতারা আমাকে কমিটির নেতা হিসেবে পরিচয় দিতেন। আমি ছোটকাল থেকে ছাত্রদল এবং বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তবে টিকে থাকার জন্য আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলতে হতো। মূলত আমি বিএনপির লোক।

জিয়া মঞ্চ জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহিম আলী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এর সত্যতাও পাওয়া গেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন জাগো নিউজকে বলেন, জিয়া মঞ্চের সারা দেশে কমিটি হচ্ছে। ভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ততা থাকায় কামরুজ্জামান কদরের বিরুদ্ধে সত্যতা পাওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।