কাপড়ের দোকানে মিললো ৪৮ লাখ টাকার বিদেশি মুদ্রা, দুজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১২ মে ২০২৫

লক্ষ্মীপুরে মানিলন্ডারিংয়ে অভিযোগে খলিলুর রহমান ও খোকন দেবনাথ নামে ২ ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

এসময় তাদের কাছ থেকে ১২টি দেশের ৪৮ লাখ ৬১০ টাকার মুদ্রা জব্দ করা হয়।

সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এ অভিযান চালায়।

আটক খলিল চন্দ্রগঞ্জ বাজারের আল মদিনা বস্ত্রালয় ও খোকন শ্রী শ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ের মালিক।

jagonews24

জানা যায়, খোকন ও খলিল দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে মানিলন্ডারিংয়ের ব্যবসা করে আসছেন। সোমবার দুপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আল মদিনা ও শ্রীশ্রী নিতাই গৌরী বস্ত্রালয়ে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় দুটি প্রতিষ্ঠান থেকে ১২টি দেশের ৪৮ লাখ ৬১০ টাকার বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, বিদেশি মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল কায়েস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।