ব্রাহ্মণবাড়িয়া

পুশ ইনের শঙ্কায় সীমান্তে পাহারায় গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৬ মে ২০২৫
ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির সঙ্গে সীমান্তে পাহারায় ছিল গ্রামবাসী।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৩টা থেকে বিজয়নগরের বিষ্ণুপুর বিওপি, সিঙ্গারবিল বিওপির অধীনস্থ নয়াবাদী ও নলগড়িয়া এলাকায় পাহারা চলে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিবিসির সংবাদ অনুযায়ী ভারতের আগরতলায় মানুষ নিয়ে আসা হয়েছে বাংলাদেশে পুশ ইন করতে। যেহেতু আমাদের সীমান্ত কাছাকাছি, তাই পুশ ইন হতে পারে এমন শঙ্কা ছিল। আমাদের টহল জোরদার করা হয়েছে। আমরা পুশ ইন কোনোভাবেই করতে দেবো না।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে স্থানীয় সাধারণ জনগণ নিজ উৎসাহে সীমান্তে পাহারায় অংশগ্রহণ করেছিলেন। সবাই সারারাত সতর্ক ছিলেন। তবে পুশ ইন করা হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।