শ্রমিক নেতাকে আটক, দিনাজপুরের সব রুটে ট্রাক দিয়ে ব্যারিকেড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০০ এএম, ১৭ মে ২০২৫

শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুরের সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিকরা। এসময় তারা কোতয়ালি থানার গেটেও আড়াআড়িভাবে ট্রাক দিয়ে ব্যারিকেড দেন।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শাহ আলম নাকে এক শ্রমিক নেতাকে আটক করা হয়। এই ঘটনায় শ্রমিকরা জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই নেতাকে ছেড়ে দিলে ব্যারিকেড তুলে নেন শ্রমিকরা।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর নীমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আহত হন নূর আলম (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরই মধ্যে কে বা কারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতয়ালি থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে আলোচনার এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ওসির বাকবিতণ্ডা হয়। সেখানে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে শ্রমিক নেতা শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

শ্রমিক নেতাকে আটক, দিনাজপুরের সব রুটে ট্রাক দিয়ে ব্যারিকেড

এ ঘটনা শ্রমিকদের মাঝে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা থানা ঘেরাও করে তাদের নেতার মুক্তির দাবি জানান। পরে শ্রমিকরা ট্রাক দিয়ে থানা ঘেরাওসহ সব রুটে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে দিনাজপুর-রংপুর, দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-চিরিরবন্দর, দিনাজপুর-দশমাইল, দিনাজপুর-বিরলসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দিনাজপুর ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা বলেন, আমাদের এক শ্রমিক নেতা শাহ আলমকে বিনা অপরাধে ধরে নিয়ে যায়। তাই আমরা জেলার সব রুটে গাড়ি চলাচল বন্ধ করে থানার সামনে অবস্থান নিই।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, শ্রমিকদের পক্ষ থেকে শাহ আলমকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এতে শ্রমিকরা তাদের ব্যারিকেড তুলে নেন।

এমদাদুল হক মিলন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।