টঙ্গীতে উড়াল সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৭ মে ২০২৫
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে উড়াল সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- পাবনার মজিদপুর গ্রামের মো. শামছুল খাঁর ছেলে মো. রনজু খাঁ (৩০)।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, রনজু খাঁ পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় বসবাস করতেন। সেখানে থেকে তিনি উত্তরায় যুমনা গ্রুপের এক কর্মকর্তার গাড়ি চালাতেন। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে গাজীপুর থেকে উত্তরা ওই কর্মকর্তার বাড়ি যাওয়া-আসা করতেন রনজু।

শুক্রবার রাতে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মোটরসাইকেলটি টঙ্গী উড়াল সড়কের ওপরে টেশিস কারখানার সামনে গেলে ছিনতাইকারীরা গতিরোধ করে।

এসময় ছিনতাইকারীদের কাজে বাধা সৃষ্টি করায় তার পিঠের দিক থেকে কিডনি থাকার স্থানে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শরিফুল ইসলাম বলেন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে মরদেহ তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ছিনতাইকারীদের গ্রেফতার করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।