দোকানে চা বিক্রি করছিল দম্পতি, ঝড়ে গাছের ডাল ভেঙে স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৮ মে ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ওই নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাখালবুরুল পীরপল বাজারে এদূঘর্টনা ঘটে।

নিহত শাপলা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে প্রচণ্ড ঝড়ো বাতাস হচ্ছিলো। শাপলা বেগম ও তার স্বামী খোকা মিয়া বাজারে দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ বট গাছের একটি বড় ডাল তার চায়ের দোকানের টিনের চালার ওপর পড়ে। এসময় গাছের ডালের নিচে পড়ে দুজনই চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে দেখতে পান শাপলা বেগম ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্বামী খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

রাখালবুরুজ ইউনিয়নে চেয়ারম্যান মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এ এইচ শামীম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।