চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়া রোগী
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কয়েকদিন থেকে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত ২৯ মে থেকে আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত ৪ দিনে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ১৭৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সঙ্কুলান না হওয়ায় মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ডায়রিয়া আক্রান্ত বেশির ভাগ রোগীই শহরের কালিতলা, মসজিদপাড়া, মিস্ত্রীপাড়া, বালুবাগান, চাঁদলাই, ও পিটিআই এলাকার বাসিন্দা। পৌরসভার সরবরাহকৃত পানি পান করে এই ডায়রিয়া আক্রান্ত হতে পারে।
তিনি আরো জানান, এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগীয় পরিচালককে অবহিত করা হয়েছে এবং আজকালের মধ্যেই আইভি স্যালাইন সরবরাহ করা হবে। বিষয়টি নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা বাড়ানোর জন্য পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. সাইদুর রহমান জানান, বিষয়টি নিয়ে পৌর পরিষদে আলোচনা করে একটি টিম গঠন করা হয়েছে। পানির লাইন মেরামত ও জনসচেতনতার জন্য মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে।
আব্দুলাহ/এফএ/এমএস