গাইবান্ধায় বজ্রপাতে জামায়াত কর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২০ মে ২০২৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে রুম্মান মিয়া লিমন (২২) নামের এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর এলাকার কৃষি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমান ছেলে। তিনি তাজনগর ওয়ার্ড জামায়াতের পাঠাগার সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে জমিতে ফসল সংগ্রহ করতে যায়। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি শুরু হলে মাঠের একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রাপাত হলে তার মৃত্যু হয়।

এ এইচ শামীম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।