প্রেমের ফাঁদে ফেলে অপহরণ : নারীসহ গ্রেফতার ২


প্রকাশিত: ১২:২২ পিএম, ০১ জুন ২০১৬
প্রতীকী ছবি

প্রেমের অভিনয় করে মোশারফ হোসেন (৩০) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপন দাবি করার একদিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কথিত প্রেমিকা জোৎস্না বেগম (২৫) ও এরশাদ আলী (২৮) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়ি থেকে বুধবার সকালে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোশারফ হোসেন বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত জোৎস্না বেগম পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ও এরশাদ আলী সাদুল্যাপুর উপজেলার কিশামত শেরপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। অপহৃত মোশারফ হোসেন পীরগঞ্জ উপজেলার বিরাহিমপুর গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে এরশাদ আলী ও জোৎস্না বেগমসহ ১০ জনের একটি সংঘবদ্ধ চক্র জোৎস্না বেগমের মাধ্যমে মোবাইল ফোনে মোশারফকে প্রেমের ফাঁদে ফেলে সাদুল্যাপুর সদরে আসতে বলে। মোশারফ সাদুল্যাপুর বাজারে এলে জোৎস্না ও তার সহযোগীরা মোশাররফকে ফুসলিয়ে বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। এসময় তারা মোশারফকে বেধড়ক মারধর করে তার পরিবারের কাছে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করা হয়। বিষয়টি জানার পর মোশারফের পরিবার সাদুল্যাপুর থানায় যোগাযোগ করে।
 
সাদুল্যাপুর থানা সূত্র জানায়, অবস্থান জানতে পেরে কিশামত শেরপুর গ্রামের শাহিন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় হাত-পা বাঁধা অবস্থায় মোশারফকে উদ্ধার করা হয়। এছাড়া শাহিনের বাড়িতে থাকা জোৎস্না ও এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।
 
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গ্রেফতারকৃত দুই জনকে দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে। মোশারফের অভিযোগের ভিত্তিতে অপহরণকারি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অমিত দাশ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।