মৌলভীবাজার সীমান্তে ফের ৭ জনকে পুশইন বিএসএফের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২২ মে ২০২৫
বিজিবির হাতে আটক সাত বাংলাদেশি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ সাত বাংলাদেশিকে ফের পুশইন (ঠেলে দেওয়া) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই বাংলাদেশিদের আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। আটকদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও তিন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুঁতবাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন।

এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি। তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওমর ফারুক নাঈম/এসআর/এমএফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।