জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৩ মে ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু হুরায়রা তানজিম

দেশের জন্য কল্যাণকর ভেবে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন এক শিক্ষার্থী।

পদত্যাগকারী হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ও নিকোশিয়া ফিলিপস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা তানজিম।

আবু হুরায়রা বলেন, ‌‘দেশে চলমান সব সংকট সমাধানের একমাত্র পথ এটাই। কেননা ভোটের সংস্কৃতি চালু হলে পাঁচ বছর পর পর সবাই নিজেদের আমলনামা নিয়ে জনগণের কাছে ভোটভিক্ষা চাইতে যাবে। তখন জনগণ তাদের ভালো লাগলে ভোট দেবে, না লাগলে দেবে না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই আমি দ্রুত জাতীয় নির্বাচনকে দেশের জন্য কল্যাণকর ভেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা সংগঠক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রায়হান বলেন, আবু হুরায়রা বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তার পদত্যাগের বিষয়ে এখনো আমাকে কিছু বলা হয়নি।’

মোবাশ্বির শ্রাবণ’/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।