আমরা কোনো পেশিশক্তির নির্বাচন চাই না: হামিদুর রহমান আযাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৩ মে ২০২৫
নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশিশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। আগামীতে আমরা কোনো পেশিশক্তির নির্বাচন চাই না। কালো টাকার ছড়াছড়ি চাই না, কোনো রকমের সন্ত্রাস দেখতে চাই না।

শুক্রবার (২৩ মে) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের উদ্যোগে শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে দিনব্যাপী এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘জামায়াতের নেতাকর্মীদের জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যোগ্যতা ও সততার সঙ্গে জনগণের জন্য কাজ করে যেতে হবে। এদেশের মানুষ একটা ভালো সরকার প্রত্যাশা করে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে ভূমিকা রাখতে হবে। আশা করি জামায়াত আগামী দিনে জনগণের সব প্রত্যাশা পূরণ করতে পারবে।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।