মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৫৩ জন পুশ‌ ইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ মে ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত তাদের পুশ ইন করা হয়। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি।

এদের মধ্যে বড়লেখার লাতু বিওপি ক্যাম্প আটক করে ৭৯ জন, পাল্লাথল বিওপি ক্যাম্প আটক করে ৪২ জন ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প আটক করে ৩২ জনকে।

বিজিবি জানায়, ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে মৌলভীবাজারের বড়লেখা কুলাউড়া ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫৬ জনকে পুশ ইন করে বিএসএফ।

ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএমএআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।