লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৬ মে ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় লিচু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে আহত বৃদ্ধ মারা গেছেন। রোববার (২৫ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম রেজাউল আহসান লেলিন (৮০)। তিনি উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপ্রিয়া গ্রামের বাসিন্দা।

এর আগে ১৩ মে রেজাউল আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (২৬ মে) দুপুরে ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙিনায় লিচু বাগানের গাছে উঠেন রেজাউল। এসময় এক ডাল থেকে অন্য ডালে পার হওয়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিনই রেজাউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান তিনি।

পুলিশ পরিদর্শক রাকিবুল বলেন, থানা থেকে রির্পোট দেওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল-মামুন সাগর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।