নরসিংদী

মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৭ মে ২০২৫

নরসিংদীর রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকালে অভিযুক্ত মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম কবির মিয়া (৫০)। তিনি রায়পুরার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।

এর আগে সোমবার দিনগত রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন কবির হোসেন। সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার ঘুমন্ত বাবাকে আঘাত করেন। এক পর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে আসেন। এ সময় তার পিছু নিয়ে ফের উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। এক পর্যায়ে লোকজন মনিকে আটক করে হাত-পা বেঁধে পুলিশে খবর দেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে একজন নিহত হয়েছেন। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।