সারজিস আলম

সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২৭ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়। সব দলের সঙ্গে এক হয়ে দেশকে এগিয়ে নিতে চায় এনসিপি।’

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে এনসিপির পথসভার তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘১৭ বছর উন্নয়নের জোয়ারে ভাসছে এটা মিথ্যা কথা। যে নেতা নির্বাচনের আগে এসে দেখা করে আর চার মাস খবর রাখে না তাদের মত নেতা আমাদের দরকার নেই।’

তিনি বলেন, ‘বিরামপুর সীমান্ত ঘেঁষা উপজেলা। এখানে মাদকে প্রভাব বেশি। যেসব নেতারা মাদককে সহায়তা করে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।’

সারজিস আলম বলেন, ‘প্রতিদিন একটি করে জেলার সব উপজেলায় পথসভায় করছি আমরা। শুধুমাত্র দিনাজপুরে দুদিন সময় লাগছে। এখানে উপজেলা ১৩টি। আবেগে নয় সার্বিক দিক বিবেচনা করে দিনাজপুরকে দুটি জেলায় করার বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিব।’

এসময় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সানোয়ার তুষার, যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।