জেএসএস নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবানে জেএসএস নেতা সুনিল চাকমাকে হত্যা ও এক স্কুল ছাত্রীকে অপহরণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন ফেডারেশন নামে দুটি সংগঠন ।
বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সংগঠন দুটি যৌথভাবে এই সমাবেশ করেন। এর আগে তারা নিজ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি উবাচিং মারমা, সাধারণ সম্পাদক উ খিং হ্লা মারমা ও হিল উইমেন ফেডারেশনের সভানেত্রী শান্তি দেবী তংচঙ্গ্যা প্রমুখ।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে জেএসএস নেতা হত্যা এবং আদিবাসী ছাত্রী অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, সোমবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কুহালং ইউনিয়নের কিবুক পাড়া ওয়ার্ড কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুনিল চাকমাকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ২৪ মে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের গারা এলাকা থেকে স্কুল ছাত্রী লাছাই মারমাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
সৈকত দাশ/এফএ/আরআইপি