বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০৬ এএম, ২৯ মে ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার (২৮ মে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা এই আদেশ দেন। এর ফলে এদিন সকাল থেকে বন্ধ রয়েছে উপজেলার সঙ্গে সকল রুটে যাত্রী পারাপার।

নলচিরা ঘাটে নৌ-পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। ঘাটে ছোট ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন তারা।

এদিকে হাতিয়ায় সাগর খুবই উত্তাল রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের মাছধরা ট্রলারকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া উপজেলা ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় আছে। এজন্য নৌ-যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

নোয়াখালীর এ দ্বীপ উপজেলায় সাত লাখ লোকের বসবাস। এখানকার লোকজন চিকিৎসাসহ অন্যান্য কাজে জেলা শহর মাইজদী, চট্টগ্রাম ও ঢাকায় যাতায়াত করে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।