পুশ ইনে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৯ মে ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইনে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। বুধবার (২৮ মে) রাত ১০টার দিকে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্তের-১০৬৪ মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে রৌমারী সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের কাছে ভারতের আসাম রাজ্যের সাহাপাড়া বিওপি ক্যাম্পে বেশ কিছু মানুষ ও কয়েকটি গাড়ির জটলা দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে এলাকাবাসী ও বিজিবির সতর্কতার কারণে পুশ ইনে ব্যর্থ হয় তারা। এসময় ভারতের ভূখণ্ডে একটি বিকট শব্দ হয়।

চান্দারচর সীমান্তের বাসিন্দা ফিরোজ মিয়া ও মামুন হোসেন জানান, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উড়ছে। গ্রামের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছে। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তায় রেখেছে।

পুশইনে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

এ বিষয়ে রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানার বক্তব্য নিতে তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবির সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, বিস্ফোরণের ঘটনা আমাদের জানা নেই। পুশ ইন ঠেকাতে আমাদের বিজিবি সদস্যরা সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৭ মে) ভোর চারটার দিকে রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে-১০৬৭ সীমানা পিলারে নোম্যান্সল্যান্ডে ১৪ ভারতীয় নাগরিককে পুশ ইন করে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। পরে বাংলাদেশের আকাশে ড্রোন উড়িয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিএসএফ। সেই থেকে রৌমারী সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

রোকনুজ্জামান মানু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।