গাজীপুর আইনজীবী সমিতি নির্বাচন

সভাপতি-সাধারণ সম্পাদকসহ জামায়াত সমর্থিত ৫ জন বিজয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:০৩ এএম, ৩০ মে ২০২৫

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন:

সভাপতি: মো. শামসুল হক ভূঁইয়া। সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান কামাল। সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু) এবং সদস্য হলেন আব্দুর রহিম ও মাহদী হাসান।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে।

নির্বাচিতরা হলেন:

সহ-সভাপতি: আব্দুল হামিদ,
কোষাধ্যক্ষ: মো. আবুল কালাম আজাদ,
লাইব্রেরি সম্পাদক: মো. কামরুল হাসান রাসেল,
অডিটর: রবিউল আলম,
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. সালাহ্ উদ্দিন খান অপু,
মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার,
সদস্য: মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, মো. শ্যামল সরকার।

বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার নির্বাচনে ১৮৯০ ভোটারের মধ্যে ১৪২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।