নাটোরে দুই যুবককে কুপিয়ে জখম


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০২ জুন ২০১৬

পূর্ব বিরোধের জের ধরে নাটোরে ইসমাইল হোসেন (৩০) এবং মাসুদ রানা (২৮) নামে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আশংঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইসমাইল হোসেন সদর উপজেলার গোকুল নগর এলাকার আব্দুর রহমানের ছেলে এবং মাসুদ রানা নওদাপাড়া এলাকার মোত্তালেব হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে শহরতলীর গোকুলনগর পান মোকামে পূর্ব বিরোধের জের ধরে ইসমাইল হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী মাসুদ রানা। এ ঘটনায় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে মাসুদকে ধাওয়া করে ধরে তার অস্ত্র দিয়েই তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত দুইজনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে এসব ঘটনা ঘটে থাকতে পারে। তবে অভিযোগ গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রজাউল করিম রেজা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।