গরু আনতে গিয়ে নিখোঁজ দুই বোন, পরদিন খালে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:২২ পিএম, ৩১ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে গরু আনতে গিয়ে নিখোঁজের একদিন পর মারিয়া (১১) ও সামিয়া (৯) নামে দুই বোনের মরদেহ পাওয়া গেছে।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ গ্রামের খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত দুই কিশোর গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির কাছে খাল পার হয়ে জমিতে গরু আনতে যায় দুই বোন। ধারণা করা হচ্ছে, এসময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসীরা তল্লাশি চালায়। অবশেষে শনিবার সকালে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় প্রথমে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আবুল হাসনাত মো. রাফি/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।