হাতিয়ায় ট্রলারডুবি

মেঘনায় ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০১ জুন ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার হলো।

রোববার (১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

দুপুরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতে তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। তার মরদেহ ফাঁড়িতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিবির হাট এলাকায় নদীতে স্থানীয়রা এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শনিবার (৩১ মে) হাতিয়ার মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা ৩৩ যাত্রীকে জীবিত উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। পাঁচজন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের মধ্যে হাসিনাও ছিলেন।

নিহত হাসিনা রোহিঙ্গা নাগরিক। তার বাবার নাম আবুল হাসান, মায়ের নাম মোহাম্মদ মাহমুদা খাতুন ও স্বামীর নাম মোহাম্মদ তারেক। তার এফসিএন নং- ৫০৫২৩৩ ও ক্লাস্টার নং-৬১।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।