পশুহাটে অতিরিক্ত খাজনা আদায়, সাবেক বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০১ জুন ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। পরে রোববার (১ জুন) তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে যায়। এসময় হাটের ইজারাদার সরকার নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করে। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করেন এবং রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এতে ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে টহল দল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত ফির বেশি পরিমাণ অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে প্রথমে আটক করা হয়। পরে ভূমি কার্যালয়ের একজন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলে তাকে গ্রেফতার দেখানো হয়। রোববার দুপুরে তাকে কুড়িগ্রামে আদালতে পাঠানো হয়েছে।

রোকনুজ্জামান মানু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।