সিরাজগঞ্জে ২১০ বস্তা সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০২ জুন ২০২৫

সিরাজগঞ্জের চৌহালীতে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির ২১০ বস্তা চালসহ একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ জুন) রাতে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চর জাজুরিয়া গ্রামের তিনটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

এসময় মোহাম্মদ আলী নামে একজনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয় অভিযান।

সোমবার (২ জুন) দুপুর ১টার দিকে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, চর জাজুরিয়া গ্রামের শাহজাহান সর্দার, রস্তম আলী ও জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজির ২১০ বস্তা চাল জব্দ ও একজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত চাল মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতাধীন ভিডাব্লিউবি কর্মসূচির। যা নিদিষ্ট তালিকাভুক্ত উপকারভোগীদের সরকার প্রদান করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।