চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৮ জনকে পুশ ইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৩ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট চাঁদ শিকাররি সীমান্ত দিয়ে ৪ নারীসহ ৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে পুশ ইনের পর ভোরে ৮ জনকে সীমান্ত এলাকায় দেখতে পান বিজিবি সদস্যরা। পরে তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। ৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

এর আগে গত ২৭ মে ভোরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ ইন করা হয়।

সোহান মাহমুদ/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।