ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ জুন ২০২৫

ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। ঈদযাত্রায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। তবে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট সৃষ্টি হতে দেখা যায়নি।

বুধবার (৪ মে) সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড, শিমরাইল মোড় ও কাঁচপুর ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, স্বাভাবিক দিনগুলোর তুলনায় আজ যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। বাস কাউন্টারগুলোতেও ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। ফলে কাউন্টারগুলোতে টিকিট বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।

এদিকে দূরপাল্লার কয়েকজন যাত্রীর অভিযোগ নির্ধারিত ভাড়ার চেয়েও ৫০-১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। তবে ভাড়া বেশি আদায়ের কথা অস্বীকার করেছেন কাউন্টারের কর্মকর্তারা।

নোয়াখালীর যাত্রী রহমতুল্লাহ বলেন, গ্রামে কোরবানি দেবো, তাই আজই চলে যাচ্ছি। রাস্তা ফাঁকা রয়েছে বলে জেনেছি। তবে কাউন্টার কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি আদায় করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

দুই সন্তান নিয়ে কুমিল্লায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন লিজা বেগম। তিনি বলেন, আমরা প্রতিবছর গ্রামে শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করি। আমার স্বামী আগামীকাল ছুটি পাবেন, তাই তিনি কাল যাবেন। গার্মেন্টস কারখানাগুলো ছুটি ঘোষণা হলে ভোগান্তির সম্ভাবনা আছে। তাই রাস্তা ফাঁকা থাকায় আজই চলে যাচ্ছি।

বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টারে কর্মরত কয়েকজন তা অস্বীকার করেন।

শিমরাইল মোড়ের বাসস্ট্যান্ডে সেন্টমার্টিন এক্সপ্রেসের দায়িত্বে থাকা মেদেহী হাসান বলেন, আমাদের এখানে কোনো বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। নির্ধারিত ভাড়াই দিতে চায় না যাত্রীরা। ৯০০ টাকার ভাড়া বলে ৭০০ টাকা। আমরা আগের ভাড়াতেই টিকিট বিক্রি করছি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, মহাসড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। আমাদের এরিয়ায় সব মিলিয়ে মোট ২৭ জন পুলিশ সদস্য মহাসড়কে আছে। এর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা রয়েছে। ফলে যাত্রী এবং বাস চালকরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। আশা করছি কোনো সমস্যা হবে না। বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে, তবে ঢাকা-সিলেট সড়কে গাড়ি ধীরগতিতে যাতায়াত করছে। আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। মোট ৬০ জন পুলিশ সদস্য মহাসড়কে কাজ করবে। আশা করছি মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, আমাদের থানার ওপর দিয়ে মহাসড়ক থাকায় আমরা ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় টহল বাড়িয়েছি। আমাদের টিম সর্বক্ষণ মহাসড়ক টহল দিচ্ছে। মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ঈদকে ঘিরে আমাদের দুটি টহল টিম মহাসড়কে রাউন্ড দিচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সচেতন রয়েছি।

মো. আকাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।