ময়মনসিংহে ৯৭ বস্তা ভিজিএফের চাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৪ জুন ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে ভিজিএফের ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ জুন) ভোর ৫ টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের রামনাথপুর এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রামনাথপুর এলাকায় আবদুর রশিদের বাড়ি থেকে ৯৭ বস্তা (দুই হাজার ৯১০ কেজি) ভিজিএফ চাল জব্দ করা করা হয়। এসময় আবদুর রশিদকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবদুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।