ঢাকেশ্বরী হাটের আকর্ষণ আব্দুল আলিমের তিন গরু, দাম হাঁকছেন ৩০ লাখ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৪ জুন ২০২৫
গরু তিনটির দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি রয়েছে। জমে উঠেছে পশু বেচাকেনা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশুর হাটগুলোতেও শুরু হয়েছে বেচাকেনা। বিগত সময়ের মতো এবারও উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট বসেছে নাসিক ১০ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ঢাকেশ্বরী এলাকার বালুর মাঠে। হাটটির এবারের আকর্ষণ আব্দুল আলিমের তিনটি বড় গরু।

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকা থেকে ঢাকেশ্বরীর হাটে তিনটি বড় গরু নিয়ে এসেছেন ব্যাপারী মোহাম্মদ আব্দুল আলিম (৪০)। বিশাল আকৃতির গরুগুলোর নাম রাখা হয়েছে ‌‘যুবরাজ’, ‘কালা পাহাড়’ আর ‘ধলা পাহাড়’। গরু তিনটির দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকায়।

ঢাকেশ্বরী হাটের আকর্ষণ আব্দুল আলিমের তিন গরু, দাম হাঁকছেন ৩০ লাখ

ব্যাপারী আব্দুল আলিম বলেন, ‘১৯৯০ সাল থেকে গরু পালা শুরু করলেও বিভিন্ন হাটে ঘুরে বিক্রি করছি ২০০২ সাল থেকে। এবার প্রায় ১০০ মণ ওজনের আমার তিনটি গরুকে চড়া দামে বিক্রির আশায় এখানে এসেছি। এরইমধ্যে ক্রেতারা যুবরাজের দাম ৮ লাখ, ধলা পহাড়ের ৫ লাখ এবং কালা পহাড়ের সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

তিনি বলে, চার বছরে তিনটি গরুকে লালন-পালন করতে গিয়ে সব মিলিয়ে অন্তত ২৩-২৪ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি অন্তত ৩০ লাখে বিক্রি করতে পারবো।

ঢাকেশ্বরী হাটের আকর্ষণ আব্দুল আলিমের তিন গরু, দাম হাঁকছেন ৩০ লাখ

ঢাকেশ্বরী হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকা সাগর প্রধান জাগো নিউজকে বলেন, আমাদের হাটের মূল আকর্শন আব্দুল আলিমের যুবরাজসহ তিনটি গরু। আশা করি তিনি ভালো দাম পাবেন। আমাদের হাটে বেচাকেনা মোটামুটি ভালো হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নিতে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়ার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মো. আকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।