লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৫ জুন ২০২৫

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে খাদিজা আক্তার (২) ও তাফসির হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার চরশাহী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

খাদিজা ওই গ্রামের কমর উদ্দিন বাড়ির মো. শাহজাহানের মেয়ে ও তাফসির একই বাড়ির ইমরান হোসেনের ছেলে।

নিহতদের চাচা বাবলু পাটোয়ারি বলেন, ঈদের আগে আমাদের পরিবারের ওপর করুণ পরিণতি নেমে এসেছে। ঈদ আর আমাদের জন্য আনন্দের রইল না। পরিবারের সবাই এখন কান্না করছে। খাদিজা ও তাফসিরের মা কান্নায় মুর্ছা যাচ্ছে। কোনোভাবে তাদের কান্না থামানো যাচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, বাড়িতে কোরবানির জন্য গরু কেনা হয়েছে। উঠানে বাধা গরুটি দেখে খাদিজা ও তাফসির উচ্ছ্বসিত ছিল। হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে তাদের দেহ পানিতে ভেসে উঠে। সবার অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। এ ঘটনায় খোঁজ নেওয়া হবে।

কাজল কায়েস/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।