কোরবানির পশু কাটার সময় হৃদরোগে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৭ জুন ২০২৫
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে কোরবানির পশু কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দুপুর ১টার দিকে গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল হাই শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাই সকালে স্থানীয় চাঁদনীমুখা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রতিবেশী খালিদ হোসেনের পশু কোরবানির কাজে সহায়তার জন্য তিনি সেখানে যান। পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজ শেষ হলে তিনি মাংস কাটার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

নিকটাত্মীয় মো. শরীফ উদ্দিন জানান, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ ভাই কাঁপতে কাঁপতে পড়ে যান। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই।

প্রথমে স্থানীয়ভাবে গাবুরা উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে সাতক্ষীরায় পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় তার।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, শনিবার বিকেলে চাঁদনীমুখা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।