পুকুর রক্ষায় ‘হাঁস ধরা’ খেলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:১০ এএম, ০৯ জুন ২০২৫

অপরিকল্পিতভাবে খাল-বিল, পুকুর ও জলাশয় ভরাট করে দখল এবং পরিবেশ দূষণ করা হচ্ছে। এর বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘হাঁস ধরা’ খেলার আয়োজন করা হয়েছে।

রোববার (৮ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারবদী কবরস্থান সংলগ্ন নতুন ব্রিজের নিচে খেলাটি অনুষ্ঠিত হয়।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত খেলাটি যেন বিনোদনের মধ্যদিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেয়।

সংগঠনটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে এবং মহাসচিব মীযানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

পুকুর রক্ষায় ‘হাঁস ধরা’ খেলা

মান্নান ভূঁইয়া বলেন, এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সময়ের দাবি। নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এই খেলাগুলোর ভূমিকা অপরিসীম।

সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন বলেন, আমরা এই আয়োজনের মাধ্যমে সমাজকে জানাতে চাই, জলাশয় মানে শুধু পানি নয়, এটি আমাদের জীবনের অংশ। পুকুর হারালে হারাবো ইতিহাস, ঐতিহ্য, কৃষি, প্রকৃতি এমনকি সংস্কৃতিও।

খেলা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

মো. আকাশ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।