১৪ বছর কিশোরের বিয়ের বায়না, বাবা-মা রাজি না হওয়ায় গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ জুন ২০২৫
ফাইল ছবি

বগুড়ার ধুনটে নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো শাকিল আহম্মেদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) দুপুর ১২টায় উপজেলার রান্ডিলা আতাউল্লাহ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীরা জানান, শাকিলের বাবা শফিকুল ও মা মরিয়ম খাতুন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর শাকিল রান্ডিলা গ্রামে দাদার সঙ্গে বসবাস করে। ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি যান শফিকুল-মরিয়ম দম্পতি।

বাবা-মাকে কাছে পেয়ে বিয়ের বায়না ধরে শাকিল। কিন্তু এই কম বয়সে বিয়ে করানো যাবে না বলে জানিয়ে দেন তার মা-বাবা। এতে ক্ষুব্ধ হয়ে উঠে শাকিল।

বিষয়টি নিয়ে রোববার রাতে মা-বাবার সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাতে যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় সোমবার সকালে শাকিলের কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া কেটে স্বজনরা দেখতে পান, মায়ের ওড়না দিয়ে ফাঁস লাগানো তার মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলছে। এসময় খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, নিহত শাকিলের বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এলবি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।