কিশোরগঞ্জে নৌকাডুবে নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১১ জুন ২০২৫

কিশোরগঞ্জের বাজিতপুরে নৌকাডুবে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১০ জুন) উপজেলার পাটুলিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১১ জুন) সকাল থেকে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এখন পর্যন্ত নিখোঁজের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নৌকাটি মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার বাজিতপুর উপজেলার পাটুলিঘাট থেকে ১৫জন যাত্রী ও ১২ মোটরসাইকেল নিয়ে অষ্টগ্রামের দিকি যাচ্ছিল। ঘোড়াউত্রা নদী পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করেছে।

ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল আমিন জানান, নদীর সে অংশে স্রোতের তীব্রতা এবং ডুবে যাওয়া নৌকার নিচে আটকে থাকার সম্ভাবনা আছে। উদ্ধার টিম দ্রুততর গতিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা করছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।