সিরাজগঞ্জে বাড়তি ভাড়া নেওয়ায় ১৩ সিএনজিচালকের দণ্ড
সিরাজগঞ্জের চৌহালীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৩ জন সিএনজিচালিত অটোরিকশা চালককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কুরকি বেবিস্ট্যান্ড ও জোতপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জাগো নিউজকে জানান, ঈদ পরবর্তী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। এতে বাড়তি ভাড়া আদায়ের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইনে প্রত্যেককে এক হাজার করে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে তারা প্রতিশ্রুতি দেন।
এসময় টাঙ্গাইল জেলার নাগরপুর আর্মি ক্যাম্পের সেকেন্ড লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এমএন/জিকেএস