যশোরের সন্ত্রাসী ‌‘পিচ্চি রাজা’ বেনাপোলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৫:৫৫ এএম, ১৩ জুন ২০২৫
ছবি- সংগৃহীত

যশোরের রেলগেটপাড়ার সন্ত্রাসী পিচ্চি রাজা শেষমেশ আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন এই রাজা। পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি—সবই তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদকপাচার, চাঁদাবাজি, হত্যা—সবখানেই তার নাম উঠে আসে। বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, যশোরের সন্ত্রাসী পিচ্চি রাজাকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।