ছুটি শেষে চাপমুক্ত যমুনা সেতু পশ্চিম মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৫ জুন ২০২৫

ঈদের ছুটির শেষ দিনে যমুনা সেতুর পূর্ব-পশ্চিম মহাসড়কে যানজট, ধীরগতি ও যানবাহনের চাপের পর এখন স্বাভাবিক। শনিবার (১৪ জুন) রাত ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল কমে গেছে। রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও নলকা এলাকায় যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষ, ১৫টি গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর উভয় পাশে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। এতে শনিবার ভোর থেকে সেতুর পশ্চিমে ৮ কিলোমিটার পর্যন্ত ধীরগতি ও থেমে থেমে যানজট তৈরি হয়। এরপর রাত থেকেই উত্তরের পথে গাড়ির চাপ কমে যায়।

রোববার (১৫ জুন) সকাল থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়েছে। ছুটির শেষ মুহূর্তে ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছেছেন উত্তরের যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে ট্রাক-পিকআপ, মোটরসাইকেল ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরেছেন। তবে গুনতে হয়েছে তাদের চারগুণ বেশি ভাড়া।

ছুটি শেষে চাপমুক্ত যমুনা সেতু পশ্চিম মহাসড়ক

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ছুটির শেষে দিনে যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় গেছে ৩৩ হাজার ৩২৯টি পরিবহন। এসময় উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ছুটির শেষ দিনে সবাই কর্মস্থলে ফেরায় আজ মহাসড়কে গাড়ি ও যাত্রীর কোনো চাপ নেই। সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, রাত থেকেই সড়কে তেমন গাড়ির চাপ নেই। আজ ভোরের দিকেও মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল।

এম এ মালেক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।