সাবেক নারী এমপির বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ১৫ জুন ২০২৫

সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলে রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় সে মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে সেনাবাহিনীর একটি সূত্র।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

সেনা সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক এমপির বাড়িতে অভিযান চালিয়ে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করা হয়।

মেজর ইফতেখার অভিযানের সময় সাংবাদিকদের জানান, “রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই এবং প্রমাণসহ তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রুমনের বিরুদ্ধে আগেও মাদক সেবন ও অপ্রীতিকর কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তবে সাবেক এমপির পরিচয়ের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি।

আহসানুর রহমান রাজীব/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।