ফুলকুমার নদে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৫ জুন ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইব্রাহীম আলী (৮) ও তাবাসসুম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকার ফুলকুমার নদে এ ঘটনা ঘটনা।

শিশু ইব্রাহীম আলী ওই এলাকার আজিজুর রহমানের ছেলে এবং তাবাসসুম আব্দুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, ইব্রাহীম আলী, তাবাসসুম ও আল-আমিনের ছেলে মাহাবুর রহমান মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে ছোট জাল নিয়ে মাছ ধরতে যায়। এ সময় নদের খালে পড়ে যায় তারা। আশপাশের লোকজন টের পেয়ে মাহাবুর রহমানকে (১০) উদ্ধার করতে পারলেও ইব্রাহিম ও তাবাসসুম নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার পাওয়া যায়।

রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান বলেন, একজনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু বাকি দুইজন উদ্ধার হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন রয়েছে। সরেজমিন তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রোকনুজ্জামান মানু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।